উত্তরদিনাজপুর

শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ১৫২ টি মৌজার ১০ হাজার হেক্টর জমির ফসল

শনিবার নববর্ষের দিন দুপুরে ১৫ মিনিটের ঝড় শিলাবৃষ্টিতে ব্যপক ক্ষতির মুখে পড়েছে উত্তর দিনাজপুর জেলার কৃষকরা। কৃষিদপ্তর সূত্রে খবর জেলার ১৫২ টি মৌজার ১০ হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ , হেমতাবাদ, কালিয়াগঞ্জ সহ বেশ কিছু ব্লকের উপর দিয়ে বয়ে গেছে ব্যপক ঝড় শিলাবৃষ্টি। তার মধ্যে বেশী ক্ষতি হয়েছে রায়গঞ্জ। এদিনের এই ঝড় শিলাবৃষ্টির কারনে ক্ষতিগ্রস্ত হওয়া কৃষদের মাথায় হাত পড়েছে । ঝড় ও শিলা  বৃষ্টিতে ভুট্টা, গম,পাট এবং সব্জীচাষে ব্যপক ক্ষতি হয়েছে কৃষদের ।  ভূট্টা গাছ ভেঙে মাটিতে লুটিয়ে পড়েছে  এবং বহু  কাচা  বাড়ির  টিনের চাল ভেঙে যায়। একদিকে ফসলের ক্ষতি অন্যদিকে বাড়ির ঘরের ক্ষতি দুই ক্ষতিতে গ্রামের মানুষ চরম সমস্যায় পড়েছেন। কৃষি দপ্তরের আধিকারিক দেবেশ দাস জানিয়েছেন, ঝড় শিলাবৃষ্টিতে কৃষকদের   ফসলের  কি পরিমান ক্ষতি হয়েছে তার তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে ।   কৃষকরা যাতে ক্ষতিপূরন পায় সেই ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে।